গেম অব লাইফ
গেম অব লাইফ বা সংক্ষেপে লাইফ হচ্ছে একটি সেলুলার অটোমাটন। এটি একটি জিরো-প্লেয়ার গেম, অর্থাৎ এটি কারো হস্তক্ষেপ ছাড়াই প্রাথমিক একটি অবস্থা থেকে নিজে নিজে চলতে থাকে। ১৯৭০ সালে গেমটি উদ্ভাবন করেন ব্রিটিশ গণিতবিদ জন হর্টন কনওয়ে (২৬ ডিসেম্বর ১৯৩৭ – ১১ এপ্রিল ২০২০)। ফাইনাইট গ্রুপ (finite groups), নট থিউরি (knot theory), সংখ্যাতত্ত্ব, কম্বিনেটরিয়াল গেম থিউরি, কোডিং থিউরিসহ অনেক বিষয়ে তিনি কাজ করেছেন। তবে গেম অব লাইফ উদ্ভাবনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।...