গেম অব লাইফ

গেম অব লাইফ বা সংক্ষেপে লাইফ হচ্ছে একটি সেলুলার অটোমাটন। এটি একটি জিরো-প্লেয়ার গেম, অর্থাৎ এটি কারো হস্তক্ষেপ ছাড়াই প্রাথমিক একটি অবস্থা থেকে নিজে নিজে চলতে থাকে। ১৯৭০ সালে গেমটি উদ্ভাবন করেন ব্রিটিশ গণিতবিদ জন হর্টন কনওয়ে (২৬ ডিসেম্বর ১৯৩৭ – ১১ এপ্রিল ২০২০)। ফাইনাইট গ্রুপ (finite groups), নট থিউরি (knot theory), সংখ্যাতত্ত্ব, কম্বিনেটরিয়াল গেম থিউরি, কোডিং থিউরিসহ অনেক বিষয়ে তিনি কাজ করেছেন। তবে গেম অব লাইফ উদ্ভাবনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।...

May 18, 2020 • 5 min read