ক্রন জবের ধারণা ও ব্যবহার
ক্রন (cron) হচ্ছে ইউনিক্স-সদৃশ অপারেটিং সিস্টেমের টাস্ক শিডিউলার প্রোগ্রাম। এর কাজ হচ্ছে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট কাজ করা, ভালো করে বললে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম বা কমান্ড বা স্ক্রিপ্ট এক্সিকিউট করা। মনে করুন, আপনার একটি ব্যাশ বা পাইথন স্ক্রিপ্ট আছে, যেটি প্রতিদিন সকালে কম্পিউটার চালু করেই এক্সিকিউট করতে হয়। আপনি হয়তো প্রতি সপ্তাহে একবার দরকারি ফাইলগুলোর ব্যাকআপ নিয়ে থাকেন, বা লগ ফাইলগুলো পরিষ্কার করেন। এই কাজগুলো একটি স্ক্রিপ্ট লিখে ক্রনের সাহায্যে অটোমেটিক করে ফেলতে পারেন।...